শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

নিটল টাটা মটরস’র প্রাইভেট কারের নতুন শো রুম উদ্বোধন 

প্রকাশিত: ২৬ জুলাই ২০১৮  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জে প্রাইভেট কারের নতুন শো রুমের উদ্বোধন করল নিটল টাটা মটরস। বৃহস্পতিবার বিকেলে শহরের চাষাঢ়ায় লিংক রোডের আর্মি মার্কেটে প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিনী এবং জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।

পরে মালিহা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মুক্তার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন- নিটল মটরস এর বিক্রয় বিভাগের জোনারেল ম্যানেজার (সেলস) তানবীর শহিদ রতন, টাটা মটরস এর প্যাসেঞ্জার ভেহিকলস ইন্টারন্যাশনাল বিজনেস কান্ট্রি ম্যানেজার সুমন্ত ভট্টাচার্য, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী, নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদ এবং কৃষক লীগের জেলা সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস।

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান পতœী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেন, আমার জানা ছিলনা যে বাংলাদেশে প্রতি ১ হাজার জনে ৩ জন গাড়ী ব্যবহার করে। তবে আমরা যানজটের অন্যতম কারণ হিসেবে অতিরিক্ত গাড়ী চলাচলকেই দায়ী করি। যানজট হয়তো বাংলাদেশের একটি অন্যতম সমস্যা। শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে আমরা তাঁর পাশে থাকলে একদিন যানজট মুক্ত শহর হবে, উন্নতশীল দেশ হবে। এসময় তিনি টাটা প্যাসেঞ্জারস কার শো-রুমের সফলতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নিটল টাটা মটরস এর কর্মকর্তারা জানান, কিস্তিতে ক্রয়যোগ্য প্রতিটি ব্র্যান্ড নিউ টাটা টিয়াগো মডেলের গাড়ির সাথে রয়েছে এক লক্ষ কিলোমিটার চলাচলের সুবিধা, তিন বছরের ওয়ারেন্টি এবং ছয়টি ফ্রি সার্ভিস ব্যবস্থা। 

উদ্বোধনী দিনে ব্র্যান্ড নিউ গাড়ির ক্রেতাদের জন্য চার্জবিহীন নাম্বার রেজিষ্ট্রেশন ও ফ্রি ইনস্যুরেন্স এর বিশেষ প্যাকেজ সুবিধা দেয়া হয়েছে, যার মাধ্যমে ক্রেতারা এক লক্ষ টাকা সাশ্রয় পাবেন। অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নিটল মটরস এর কর্মকর্তাবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা। 
 

এই বিভাগের আরো খবর